দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষদের জন্য টিসিবির পণ্য যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে। প্রতি মাসের মতো ডিসেম্বরেও টিসিবি ভর্তুকি মূল্যে ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মাঝে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
ডিসেম্বর মাসে কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল , পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারছেন। প্রতি লিটার সয়াবিন ১০০ টাকায়, প্রতি কেজি চাল ৩০ টাকায়, মসুর ডাল ৬০ টাকায়, পেঁয়াজ ৫০ ও চিনি ৭০ টাকায় নিতে পারছেন স্বল্প আয়ের মানুষ। বাজারের থেকে প্রায় অর্ধেক দামে নিত্যপণ্য পাওয়ায় খুশি উপকারভোগীরা। তবে মাসে দুই বার দেয়ার দাবি অনেকের।
