বাজার , অর্থনীতি
দেশে এখন
0

শীতের কাপড়ের বাজারে অবরোধের প্রভাব

শাহনুর শাকিব

রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়েছে বগুড়ার শীতের কাপড়ের বাজারে। হরতাল-অবরোধের কারণে লোক সমাগম না থাকায় এখনও তেমন জমে ওঠেনি বেচাকেনা।

বগুড়া শহরের সাতমাথা, কাঁঠালতলা, স্টেশন রোড থেকে শুরু করে শেরপুর রোডসহ বিভিন্ন এলাকার ফুটপাতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দামাদামি করে নিজেদের পছন্দমত কাপড় কিনছেন ক্রেতারা।

এসব ফুটপাতে সর্বনিম্ন ৫০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের জ্যাকেট, টুপি, মাফলার, মোজাসহ শীতের বিভিন্ন পোশাক। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের।

কয়েকজন বিক্রেতা জানান, পর্যাপ্ত শীতের কাপড় থাকলেও হরতাল অবরোধের কারণে ক্রেতা নেই। ধারদেনা, কিস্তি করে টাকা নিয়ে এসে দোকান চালাতে হয়। কিন্তু এবছর বিক্রি নেই।

শহরের জলেশ্বরীতলা ও আশেপাশের বিপনীবিতানগুলোতেও রয়েছে রং-বেরংয়ের শীতের পোশাক। যুগের সাথে তাল মিলিয়ে এসব পোশাকের চাহিদা বেশ। এসব বিপনীবিতানে শিশুদের পোশাক মিলছে ৩শ' থেকে ১ হাজার ৫শ' টাকায়। আর মেয়েদের ৮শ' থেকে ২ হাজার এবং ছেলেদের ৬শ' থেকে ২ হাজার ৫শ' টাকায় শীতের কাপড় পাওয়া যাচ্ছে।

বিপনীবিতানে শীতের পোশাকের মধ্যে বেশি আছে জ্যাকেট, হুডি, টিশার্ট, ডেনিম শার্ট, টপসসহ বিভিন্ন পোশাক। শীতের তীব্রতা বাড়লে বেচাকেনা আরও জমে ওঠবে বলে আশা বিক্রেতাদের।

এসএস