ভূমিকম্প: আগামীকাল ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও  ভূমিকম্প
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভূমিকম্প | ছবি: এখন টিভি
1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (রোববার, ২৩ নভেম্বর) অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (শনিবার, ২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় আগামীকাল (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

এর আগে, সন্ধ্যার পর আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরামর্শ অনুযায়ী ভিসিকে বিষয়টি জানানো হয় এবং তিনি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

এর পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঘোষণা দেয়া হয়।

এএইচ