আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নির্বাচনি প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি পোস্টার ব্যবহার করছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ বিধি ৭ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
আরও পড়ুন:
কাজেই নির্বাচনি প্রচারণার জন্য কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিকে নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে হবে।
একইসঙ্গে মুদ্রণালয় বা ছাপাখানাকে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃতব্য যেকোনো ধরনের পোস্টার মুদ্রণ করা থেকে বিরত থাকতে হবে।





