আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ছাত্র-জনতা জড়ো হতে শুরু করে। শাহবাগকে হাদি চত্বর ঘোষণা দিয়ে মার্চ ফর ইনসাফের দাবিতে নানা স্লোগান দিতে থাকে তারা।
সরকারকে উদ্দেশ করে এসময় ছাত্র জনতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্রুত ভারত থেকে হাদির খুনিদের ফিরিয়ে আনতে হবে। এ সরকার থাকা কালেই হাদির হত্যার বিচার শেষ করতে হবে।’
আরও পড়ুন:
হাদির খুনিদের ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করার কথা বলা হয় মার্চ ফর ইনসাফ কর্মসূচি থেকে।
এছাড়া হাদি হত্যার পরিকল্পনাকারী কেউ প্রশাসনে ঘাপটি মেরে আছে কি না তা খুঁজে বের করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ।





