একনজরে মোবাইল আমদানি কর ২০২৬
- মোট আমদানি কর: বর্তমানের ৬১% থেকে কমিয়ে ৪৩.৪% করা হয়েছে।
- স্থানীয় সংযোজন শুল্ক: দেশীয় শিল্পের জন্য এটি ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
- প্রধান লক্ষ্য: বাজারে আন-অফিসিয়াল (Un-official) ও চোরাই ফোনের দাপট বন্ধ করা এবং অফিসিয়াল ফোনের দাম কমানো।
- কার্যকর: ১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর।
মোবাইল আমদানিতে কেন এই শুল্ক ছাড়? (Why this tax cut)
প্রেস সচিব জানান, বর্তমানে দেশের বাজারে আন-অফিসিয়াল (Un-official phones) এবং চোরাই মোবাইল ফোনের দাপট অনেক বেড়েছে। উচ্চ শুল্কের কারণে সাধারণ মানুষ বৈধ ফোন কিনতে হিমশিম খাচ্ছিল। ফলে সরকার এই কর কমানোর (Tax reduction) উদ্যোগ নিয়েছে যাতে মানুষ সাশ্রয়ী মূল্যে অফিসিয়াল ফোন কিনতে পারে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
দেশীয় সংযোজন শিল্পে বড় সুবিধা (Boost for local assembly)
যারা দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলিং (Mobile phone assembling in Bangladesh) করছেন, তাদের জন্যও খুশির খবর রয়েছে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে স্থানীয় পর্যায়ের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দেশে তৈরি বা সংযোজিত ফোনের উৎপাদন খরচ (Production cost) উল্লেখযোগ্যভাবে কমবে।




