খালেদা জিয়ার জানাজায় সামনের সারিতে ছিলেন যারা

খালেদা জিয়ার জানাজা
খালেদা জিয়ার জানাজা | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বিকেল ৩টা ৪ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জানাজার সামনের সারিতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুন:

আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, আস সুন্নাহ ফাউন্ডেশনের আহমাদুল্লাহ এবং খেলাফত মজলিশের আমির মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এছাড়া সামনের দিকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ আরও অনেকে।

এসএস