খালেদা জিয়ার দাফন উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকায় যান চলাচল সীমিত

আইএসপিআর
আইএসপিআর | ছবি: আইএসপিআর
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। বিষয়টি সকলকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন:

আইএসপিআর সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করে।

এফএস