জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে। এ সময় পুরো রাস্তার দুই পাশে একটি স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘কখন মরদেহবাহী গাড়ি রওনা দেবে তা আমরা জানিয়ে দেব। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) থাকবেন, বিএনপির নেতারা থাকবেন, সব অ্যাডভাইজার থাকবেন এবং আমরা আশা করছি অনেক কূটনীতিকও উপস্থিত থাকবেন। ‘কালকে জানাজাকে সামনে রেখেই একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তিন দিনের শোক পালন করা হচ্ছে,’ যোগ করেন প্রেস সচিব।





