সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একইসঙ্গে ভারতে বড় দিনের অনুষ্ঠানে হামলা ও বাংলাদেশি সন্দেহে দুই ভারতীয়কে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগও জানায় বাংলাদেশ।

আজ (রোববার, ২৮ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের ডিজি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, ‘এমইএ কর্তৃক উদ্ধৃত ব্যক্তিদের মধ্যে একজন তালিকাভুক্ত অপরাধীর দুর্ভাগ্যজনক মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে চিত্রিত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে ভারতের বিভিন্ন অংশে বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশবিরোধী মনোভাব প্রচারের পদ্ধতিগত প্রচেষ্টা চলছে।’

আরও পড়ুন:

এসময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যেকোনো ভুল, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে উল্লেখ করেন মাহবুবুল আলম।

একইসঙ্গে ভারতে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা ও বড় দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ। এসময় এমন বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

অন্যদিকে, ভারতে পলায়নকৃত হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে তা আলোচনা করে জানানো হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি।

এসএইচ