হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

কবর জিয়ারতে তারেক রহমানসহ অন্যান্যরা
কবর জিয়ারতে তারেক রহমানসহ অন্যান্যরা | ছবি: এখন টিভি
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হাদির কবর জিয়ারত করেন।

সেসময় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এছাড়া ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও উপস্থিত ছিলেন।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় ছাত্রদল। কবর জিয়ারতের জন্য তিনি আসার আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে রওনা দেন তারেক রহমান।

কবর জিয়ারত শেষে ভোটর হওয়ার জন্য নির্বাচন ভবনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে ধানমন্ডিতে মাহবুব ভবনে যাবেন তিনি।

ধানমন্ডির মাহবুব ভবনে কিছু সময় থাকার পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তারেক রহমান।

এসএস