বিমানবন্দরে তারেক রহমান: আপ্লুত নেতাকর্মীরা

বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমান
বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমান | ছবি: এখন টিভি
2

দীর্ঘ ১৭ বছর পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেসময় তাকে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাসসহ আরও অনেকে।

আরও পড়ুন:

তারেক রহমান দেশে ফেরায় আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের নেতাকর্মীরা। বিমান থেকে নামার পর একে একে নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। তিনি সবার সঙ্গে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

এসএস