ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার ‘গভীর উদ্বেগ’ প্রকাশের কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের দূতকে পাল্টা তলব করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের কয়েক জায়গায় বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার ‘উদ্বেগ’ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় পাল্টা পদক্ষেপ নিলো নয়াদিল্লি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে।
আরও পড়ুন:
এর আগে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে তলব করে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি মিশনে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক হামলার ঘটনায় ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানানো হয়।
প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশে কয়েকদিন ধরে ভারতবিরোধী বিক্ষোভের জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘উত্তেজনা পরিস্থিতি’ বিরাজ করছে। এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।
একইসঙ্গে দু’দেশের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশি দূত রিয়াজ হামিদুল্লাহকেও দ্বিতীয়বারের মতো তলব করলো ভারত সরকার।
গত সপ্তাহে রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি’ এবং এর ফলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিল্লির পক্ষ থেকে কড়া উদ্বেগ জানায়।





