জানা গেছে, তারেক রহমানের ট্রাভেল পাশের আবেদন এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়া হয়েছে। ট্রাভেল পাশের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাশ নিয়ে আসতে হবে।
১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১২টায় তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন।
