আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে আঞ্চলিক পরমর্শ সভায় তিনি এসব কথা বলেন। এসময় নানা পেশার ও শ্রেণির মানুষ নির্বাচন কমিশন ও আগামী সরকারের কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরেন।
আরও পড়ুন:
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নিজেদের সম্পদের হিসাব এখনও জমা দেননি। পরের সংসদ সদস্যরা এতে উৎসাহিত হতে পারেন। এছাড়া বিভিন্ন জায়গায় সংস্কার হলেও রাজনৈতিক দলের অভ্যন্তরে কোনো সংস্কার হয়নি।’
এসময় আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট দেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন ড. দেবপ্রিয়।
তিনি বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থান রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা। এরপরও জনগণের শক্তি নিয়ে এখন বোধোদয় না হলে, ভবিষ্যতে আরও বড় প্রতিরোধ তৈরি হবে।’





