বিটিআরসির সঙ্গে বৈঠকে ‘আশার বার্তা’ পায়নি মোবাইল বিজনেস কমিউনিটি

মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো.  আসলাম
মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম | ছবি: সংগৃহীত
1

দ্বিতীয় দফা বৈঠকেও বিটিআরসির সঙ্গে আশানুরূপ কোনো ‘বার্তা পায়নি’ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আগামীকাল (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর ৩টায় আবারও বৈঠক হবে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম।

বৈঠক শেষে মো. আসলাম বলেন, ‘আগামীকাল দুপুর ৩টায় ফের বৈঠক হবে খাত সংশ্লিষ্টদের সঙ্গে। যেখানে অংশ নেবে এনবিআরও।’

আরও পড়ুন:

ততক্ষণ পর্যন্ত সংগঠনের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। তবে এ সময়ে দেশের সব মোবাইল ও গ্যাজেটের দোকান বন্ধ থাকবে বলে জানান তিন। এছাড়াও, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

এর আগে, আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বা এনইআইআর সংক্রান্ত জটিলতা দূর করতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেলা ১১টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে যান। এরপর সাড়ে ১১টার দিকে আলোচনার জন্য ১০ সদস্যের প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করেন।

ইএ