সীমান্তে হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়। বিএসএফের লাগাতার গুলিতে বাংলাদেশি হত্যার বিচার এবং আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

১১ মাসে অন্তত ৩১ জন বাংলাদেশি হত্যার অভিযোগ তুলে ধরে তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

আরও পড়ুন:

এ সময় বক্তারা দাবি করেন, মৌলভীবাজার, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলিতে সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষ প্রাণ হারাচ্ছেন। দীর্ঘদিন দুর্বল পররাষ্ট্রনীতির কারণে এসব হত্যার বিচার হয়নি, ফলে সীমান্ত সহিংসতা থামেনি বলেও তারা অভিযোগ করেন। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

ইএ