সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূর্সিয়া কমল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন্স ফিল্ম সোসাইটির সভাপতি আকতানিন খায়ের তানিন এবং সঞ্চালনা করে উইমেন্স ফিল্ম সোসাইটির মহাসচিব সৈয়দা ফারজানা জামান রুম্পা।
আরও পড়ুন:
এছাড়া উক্ত সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান এবং চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এসময় চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক এবং কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।





