এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীরা
বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীরা | ছবি: সংগৃহীত
0

এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে আজ (রোববার, ৭ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা আগারগাঁও প্লেকার্ড ও ব্যানার হাতে ভিড় করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, বাড়তি করের কারণে বাড়বে মোবাইলের দাম। এছাড়াও এনইআইআর বাস্তবায়ন হলে বৈষম্য সৃষ্টি হবে এতে একটি গোষ্ঠী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে লাখো ব্যবসায়ী ও পরিবার।

আরও পড়ুন:

নিয়ম চালুর আগের ব্যবসায়ীদের সাথে আলোচনার দাবি জানিয়ে তারা বলেন, মোবাইল প্রস্তুতকারক ও বিক্রেতাদের জন্য নির্ধারিত কর নির্ধারণে ভারসাম্য আনতে হবে।

অবরোধের কারণে বন্ধ রয়েছে আগারগাঁও শ্যামলী অভিমুখের সড়কটি। এতে ভোগান্তিতে নগরবাসী।

সেজু