খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি—তিনি মেইনটেইন করছেন।

‘আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশবাসীর দোয়া এবং সারা পৃথিবীর মানুষের ভালোবাসা ও প্রার্থনার কারণে তাকে সুস্থ করে তোলেন—আমরা সেই আশা করছি।’

দুপুরে সাড়ে ১২টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের বাইরে গণমাধ্যমের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে আসেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

‘গুজবে কান দেবেন না’

জাহিদ বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি কোনো ধরনের গুজব ছড়ানো ও গুজবে কান না দেয়ার জন্য পরিবারের পক্ষ এবং দলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের দল কীভাবে তথ্য দেবে, সেটিও জানিয়ে দেয়া হয়েছে।’

আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, ‘সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা এই যাত্রাও সফলভাবে পার করব—এ আশা করছি।

আরও পড়ুন:

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। তিনি সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন। আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই কোনো গুজবে কান না দেয়ার অনুরোধ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সব ধর্মের মানুষের প্রতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি।’

‘যুক্তরাজ্যের চিকিৎসকরা আজ আসছেন’

অধ্যাপক জাহিদ বলেন, ‘আজও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখার জন্য আসবেন। তারা দেখার পর যদি মনে করেন ট্রান্সফার করার প্রয়োজন আছে এবং রোগীর অবস্থাও উপযোগী হয়—তখনই তাকে বিদেশে নেয়া হবে।

‘আমাদের সব প্রস্তুতি আছে। তবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো কিছুই করার সুযোগ নেই।’

‘দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারও ব্রিফিংয়ে কান দেবেন না’

জাহিদ বলেন, ‘দলের পক্ষ থেকে জানানো হয়েছে—সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাস্থ্য–বহির্ভূত বিষয়ে ব্রিফ করবেন। আমি, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী হিসেবে শুধু তার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে অন্য কারও ব্রিফিংয়ে কান না দেয়ার অনুরোধ করছি।’

‘তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন’

তিনি বলেন, ‘বিভিন্ন গুজব ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। তিনি দেশি ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।’

কৃতজ্ঞতা প্রকাশ

জাহিদ বলেন, ‘দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এবং দেশের মানুষের মতো প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের প্রতিও আমরা কৃতজ্ঞ।

‘বন্ধুপ্রতিম দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছেন।’

তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড কাজ করছে। বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএম সিদ্দিকী, নুরুদ্দিন আহমেদ, একিউএম মহসিন, শামসুল আরেফিন, জিয়াউল হক, মাসুম কামাল, এজেডএম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ড. হামিদ রব এবং যুক্তরাজ্যের প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস ও ডাক্তার জুবাইদা রহমানসহ দেশ–বিদেশের চিকিৎসকরা যৌথভাবে কাজ করছেন।

গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

এদিকে, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।

এএইচ