সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় যখন গোটা দেশবাসী প্রার্থনা করছেন তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামেও উঠে এসেছেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, লিভার ইনফেকশনে আক্রান্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দ্রুত তার আরোগ্য কামনায় পরিবারের আকুতি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস, গালফ অব নিউজ ও খালিজ টাইমসেও বেশ গুরুত্বে সঙ্গে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার অসুস্থতার খবর। যেখানে বলা হয়, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এএনআই, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির প্রথম সারির অনেক গণমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে আপষহীন এ নেত্রীর অসুস্থতার খবর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার সংকটাপন্ন পরিস্থিতি বিএনপির জন্য উদ্বেগের বলছে টাইমস অব ইন্ডিয়া।
বিএনপি নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই খবর উঠে এসেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ।
এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের খবরের গুরুত্বে সঙ্গে জায়গা করে নিয়েছে বেগম জিয়ার শারীরিক অসুস্থতার খবর।
গেলো রোববার থেকে লিভার ইনফেকশনসহ নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়া হতে পারে।





