তার মতে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। তবে এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত তৈরি করে। তাই যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার আগেই পদত্যাগ করা উচিত। তিনি জানান, সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন।
আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে আগেই পদত্যাগ করা প্রয়োজন।’
আরও পড়ুন:
ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’
এর আগে ১১টি জেলার ৪৪টি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন।
একেকটি নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা। মোট ব্যয় ২৩ কোটি ৩২ টাকা।





