এতদিন এ তালিকার শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও, তবে নতুন তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রথম স্থানে উঠে এসেছে। জাকার্তায় বর্তমানে বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ, ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ এবং টোকিওতে ৩ কোটি ৩৪ লাখ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার আজ (বুধবার, ২৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে, তাতে ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বে এক কোটির বেশি জনসংখ্যাবিশিষ্ট শহরের সংখ্যা ৩৩, যেগুলোকে মেগাসিটি বলা হয়।
১৯৭৫ সালে মেগাসিটি ছিল মাত্র আটটি। বর্তমানে বিদ্যমান ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টি রয়েছে এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এই অঞ্চলে; যার মধ্যে রয়েছে নয়াদিল্লি, সাংহাই, গুয়াংজু, ম্যানিলা, কলকাতা এবং সিউল। এশিয়ার বাইরে একমাত্র শহর হিসেবে শীর্ষ দশে আছে মিসরের রাজধানী কায়রো, যেখানে বাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ।
ঢাকার জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধির কারণ হিসেবে জাতিসংঘ বলেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ জীবিকা, চাকরি বা সুযোগের সন্ধানে ঢাকায় আসছেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও রাজধানীমুখী অভিবাসনে ভূমিকা রাখছে।
দ্রুত নগরায়ণের এ পরিবর্তন ঢাকাকে বিশ্বের বৃহত্তম শহরের কাতারে তুললেও অবকাঠামো, পরিবেশ ও নাগরিক সেবার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।





