আজ (সোমবার, ২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, যে সরকারই ক্ষমতায় থাকুক, সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক অবস্থান বজায় রাখার প্রবণতা সব সরকারের মধ্যেই দেখা যায়।
আরও পড়ুন:
অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ডিএসএ’র অধীনে দায়ের হওয়া ২২২টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ৩৯৬ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, ডিএসএ বাতিল হলেও নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টেও বিভিন্ন নিবর্তনমূলক ধারা রয়ে গেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে তারা মনে করেন।





