হোটেল রমনার পাশে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

হোটেল রমনার পাশে মার্কেটে আগুন
হোটেল রমনার পাশে মার্কেটে আগুন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের একটি মার্কেটে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, ফলে বড় থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

ফায়ার সার্ভিস জানায়, ৬ তলা ভবনের তৃতীয় তলায় একটি টেইলার্সের দোকানে আগুনের সূত্রপাত। ওই ফ্লোরে তৈরি পোষাক, গার্মেন্টস সামগ্রী, ব্রডব্যান্ড সংযোগের বিভিন্ন সরঞ্জাম ছিলো। তবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। তাদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা দক্ষিণ ফায়ার সার্ভিসের জোন কমান্ডার ফয়সালুর রহমান জানান, ভবনে অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি-না এবং আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এএইচ