আজ (সোমবার, ১৭ নভেম্বর) রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘অহংকার পতনের মূল’; ‘সত্য সমাগত মিথ্যা অপসৃত’; ‘চোরের দশদিন গৃহস্থের একদিন’— এসবকে যারা এতদিন শুধু নীতিবাক্য মনে করতেন, বা মনকে ‘প্রবোধ দেয়ার শব্দগুচ্ছ’ ভাবতেন। তারা আজ বুঝতে পারছেন এসব নীতিবাক্য বার বার ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত।
তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে এসব শব্দগুচ্ছ শুধু অতীত জালেমদের জন্য নয়, ভবিষ্যতে যদি কেউ জালেম হোন তাদের জন্যও সত্য হয়ে ফিরে আসবে।’





