হাসিনার রায় শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ঐতিহাসিক রায়: এবি পার্টি

এবি পার্টি লোগো
এবি পার্টি লোগো | ছবি: এখন টিভি
0

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায়কে ঐতিহাসিক এবং শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের রায় বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ (সোমবার, ১৭ নভেম্বর) রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অহংকার পতনের মূল’; ‘সত্য সমাগত মিথ্যা অপসৃত’; ‘চোরের দশদিন গৃহস্থের একদিন’— এসবকে যারা এতদিন শুধু নীতিবাক্য মনে করতেন, বা মনকে ‘প্রবোধ দেয়ার শব্দগুচ্ছ’ ভাবতেন। তারা আজ বুঝতে পারছেন এসব নীতিবাক্য বার বার ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত।

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে এসব শব্দগুচ্ছ শুধু অতীত জালেমদের জন্য নয়, ভবিষ্যতে যদি কেউ জালেম হোন তাদের জন্যও সত্য হয়ে ফিরে আসবে।’

এসএস