শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ বলছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার | ছবি: এখন টিভি
1

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণার পর আজ (সোমবার, ১৭ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে জনসাধারণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রায়ের পর স্বস্তি ও আবেগ তৈরি হওয়া স্বাভাবিক হলেও কেউ যেন উচ্ছৃঙ্খল আচরণ, উত্তেজনা সৃষ্টিকারী কার্যকলাপ কিংবা কোনো ধরনের সহিংসতায় জড়িত না হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্বজনদের মধ্যে তীব্র আবেগ তৈরি হলেও তা যেন জনশৃঙ্খলা ব্যাহত না করে—এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানায় সরকার।

আরও পড়ুন:

সরকার আরও জানায়, রায়কে কেন্দ্র করে অরাজকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসএস