বিবৃতিতে বলা হয়, রায়ের পর স্বস্তি ও আবেগ তৈরি হওয়া স্বাভাবিক হলেও কেউ যেন উচ্ছৃঙ্খল আচরণ, উত্তেজনা সৃষ্টিকারী কার্যকলাপ কিংবা কোনো ধরনের সহিংসতায় জড়িত না হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্বজনদের মধ্যে তীব্র আবেগ তৈরি হলেও তা যেন জনশৃঙ্খলা ব্যাহত না করে—এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানায় সরকার।
আরও পড়ুন:
সরকার আরও জানায়, রায়কে কেন্দ্র করে অরাজকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।





