আজ (সোমবার, ১৭ নভেম্বর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসির রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন:
সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটি কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠাই নয়, সামনের দিনের জন্য একটি উদাহরণ। যাতে আর কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে, কেউ ফ্যাসিস্ট শাসক হয়ে উঠতে না পারে।’
তিনি আরও বলেন, ‘আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালীই হোক; কিংবা যত দীর্ঘদিন ক্ষমতা ভোগ করুক, শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। এটি একটি মাইলফলক।’





