আজ (রোববার, ২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে ভারতও কথা বলেছে। আপনারা এ বিষয়ে অবগত কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।'
আরও পড়ুন:
‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না,’ বলেন উপদেষ্টা।
জাকির নায়েকের আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোন মেহমান দেশে আসবেন, সেটা দেখভাল করেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি আসবেন।’





