ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘শাপলা কলি’

শাপলা কলি  নির্বাচন কমিশনের লোগো
শাপলা কলি নির্বাচন কমিশনের লোগো | ছবি: সংগৃহীত
2

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। তালিকায় ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইসি এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’

এর আগে, ২৫ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে নতুন প্রকাশিত গেজেটে ১৬টি প্রতীক বাদ দেয়া হয়েছে। আর নতুন করে ২০টি যুক্ত করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়।

বাদ দেয়া প্রতীক: ফ্রিজ, বেঞ্চ, ফুলের টব, তরমুজ, বাঁশি, টিফিন ক্যারিয়ার, কলা, খাট, চার্জার লাইট, তবলা, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস, উটপাখি।

যুক্ত করা প্রতীক: শাপলা কলি, টেবিল ল্যাম্প, টর্চ লাইট, ফুলের ঝুড়ি, পালকি, পানির ট্যাব, পাগড়ি, দোতলা বাস, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক, ড্রেসিং টেবিল, তালা, বেবি টেক্সি, রেল ইঞ্জিন, চিরুনি, ট্রাক্টর, উট।

প্রকাশিত নতুন প্রতীক তালিকা

১. আপেল, ২. আনারস, ৩. আম, ৪. আলমিরা, ৫. ঈগল, ৬. উট, ৭. উদীয়মান সূর্য, ৮. একতারা, ৯. কাঁচি, ১০. কবুতর, ১১. কলম, ১২. কলস, ১৩. কলার ছড়ি, ১৪. কাঁঠাল, ১৫. কাপ-পিরিচ, ১৬. কান্তে, ১৭. কেটলি, ১৮. কুমির, ১৯. কম্পিউটার, ২০. কুড়াল, ২১. কুলা, ২২. কুঁড়ে ঘর, ২৩. কোদাল, ২৪. খেজুর গাছ, ২৫. গরুর গাড়ি, ২৬. গাভী, ২৭. গামছা, ২৮. গোলাপ ফুল, ২৯. ঘণ্টা, ৩০. ঘুড়ি, ৩১. ঘোড়া, ৩২. ঢাকা, ৩৩. চাবি, ৩৪. চিরুনি, ৩৫. চিংড়ি, ৩৬. চেয়ার, ৩৭. চশমা, ৩৮. ছড়ি, ৩৯. ছাতা, ৪০. জগ, ৪১. জাহাজ, ৪২. টর্চ লাইট, ৪৩. টিউবওয়েল, ৪৪. টেবিল, ৪৫. টেবিল ল্যাম্প, ৪৬. টেবিল ঘড়ি, ৪৭. ট্রাক, ৪৮. ট্রাক্টর, ৪৯. টেলিফোন, ৫০. টেলিভিশন, ৫১. ডাব, ৫২. ড্রেসিং টেবিল, ৫৩. ঢেঁকি, ৫৪. তারা, ৫৫. তালা, ৫৬. থালা, ৫৭. দাঁড়িপাল্লা, ৫৮. দালান, ৫৯. দেওয়াল ঘড়ি, ৬০. দোতলা বাস, ৬১. দোয়াত কলম, ৬২. দোলনা, ৬৩. ধানের শীষ, ৬৪. নোঙর, ৬৫. নৌকা (স্থগিত), ৬৬. পাগড়ি, ৬৭. পানির ট্যাপ, ৬৮. পালকি, ৬৯. প্রজাপতি, ৭০. ফলের ঝুড়ি, ৭১. ফুটবল, ৭২. ফুলকপি, ৭৩. ফুলের মালা, ৭৪. বই, ৭৫. বক, ৭৬. বাঘ, ৭৭. বটগাছ, ৭৮. বাইসাইকেল, ৭৯. বালতি, ৮০. বেবি টেক্সি, ৮১. বৈদ্যুতিক পাখা, ৮২. বৈদ্যুতিক বাল্ব, ৮৩. মই, ৮৪. মগ, ৮৫. মাইক, ৮৬. মোটরগাড়ি (কার), ৮৭. মশাল, ৮৮. ময়ূর, ৮৯. মাছ, ৯০. মাথাল, ৯১. মিনার, ৯২. মোমবাতি, ৯৩. মোবাইল ফোন, ৯৪. মোটর সাইকেল, ৯৫. মোড়া, ৯৬. মোরগ, ৯৭. রকেট, ৯৮. রেল ইঞ্জিন, ৯৯. রিকশা, ১০০. লিচু, ১০১. লাঙল, ১০২. শাপলা কলি, ১০৩. সোনালী আঁশ, ১০৪. সেলাই মেশিন, ১০৫. সোফা, ১০৬. সিঁড়ি, ১০৭. সিংহ, ১০৮. সূর্যমুখী, ১০৯. হরিণ, ১১০. হাত (পাঞ্জা), ১১১. হাতঘড়ি, ১১২. হাতপাখা, ১১৩. হাঁস, ১১৪. হাতি, ১১৫. হাতুড়ি, ১১৬. হারিকেন, ১১৭. হ্যান্ডশেক, ১১৮. ইকা, ১১৯. হেলিকপ্টার।

এর আগে, ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।

এনএইচ