এর আগে গতকাল (সোমবার, ২৬ অক্টোবর) ৪৮তম বিসিএস থেকে ৩ হাজার ৫০০ জনের অতিরিক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং অপেক্ষমাণ চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম। কর্মসূচির মধ্যেই প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা।
প্রান্তিক পর্যায়ে দেশের সব সরকারি হাসপাতালে চলমান চিকিৎসক সংকট নিরসন এবং ৪৪, ৪৫, ৪৬, ৪৭তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধানের লক্ষ্যে তাদের এ কর্মসূচি বলে জানা যায়।





