আজ (রোববার, ২৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে জনবান্ধন ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এএসএম সালেহ আহমেদ এসব কথা বলেন।
সালেহ আহমেদ বলেন, ‘গত তিন মাসে ৩৭৩ কোটি টাকা ভূমি রাজস্ব আদায় হয়েছে। বিগত বছরের একই সময়ে রাজস্ব আদায় হয় ২৮৬ কোটি টাকা।’
আরও পড়ুন:
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও বলেন, ‘ভূমি নিয়ে মামলার ৮০ ভাগেই জরিপ কেন্দ্রিক। ভূমি সচিবের নামে প্রতিদিন কয়েক হাজার মামলা হয়, এ পর্যন্ত প্রায় ১০ লাখ মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘সংকট সমাধানে গত ডিসেম্বর থেকে অনলাইনে পাঁচটি সেবা চালু করা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ সহজে ভূমি সেবা পেতে পারেন। এছাড়া সারাদেশে ৮১৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এ পরিধি যত বাড়বে ততই নাগরিকের সেবা পাওয়া সহজ হবে।’





