অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণা দেয়ায় হতাশা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্সে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক করতে সরকার ব্যর্থ হয়েছে।’ এমন সময়ে নির্বাচন স্বচ্ছ নাও হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেক এগিয়েছে মন্তব্য করে বলেন, ‘জোট নয় নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলামী দলগুলো কাজ করবে।’
নির্বাচনের দিন গণভোট হাসি তামাশার মতো হবে উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদের আইনিভিত্তি দিতে হবে।’ এসময় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।