আজ থেকে মেট্রোরেল চালু থাকছে এক ঘণ্টা বেশি, বাড়লো ৭ ট্রিপ

মেট্রোরেল
মেট্রোরেল | ছবি: সংগৃহীত
2

রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।

রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধা বিবেচনায় মেট্রোরেলের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হয়েছে আজ থেকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে এই সময়সূচি অনুসরণ করা হবে।

নতুন সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

আরও পড়ুন:

বাড়লো মেট্রোরেলের ট্রিপ সংখ্যা

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ যুক্ত হচ্ছে।’

সুবিধা পাবেন অফিসগামী ও দোকানকর্মীরা

রাজধানীর মেট্রোরেল বর্তমানে হাজারো কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। সময়সূচি বাড়ানোর ফলে সকালবেলায় অফিসগামী ও ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত যাত্রীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এতে কর্মঘণ্টার শুরুতে ভিড় কমবে ও ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন যাত্রীরা।

metrorail new time schedule

মেট্রোরেল ছাড়ার সময়যে স্টেশন থেকে মেট্রোরেল ছাড়বেমন্তব্য
সকাল ৬:৩০উত্তরা উত্তর স্টেশনপ্রথম ট্রেন
সকাল ৭:১৫মতিঝিলপ্রথম ট্রেন
রাত ৯:৩০উত্তরা উত্তর স্টেশনশেষ ট্রেন
রাত ১০:১০মতিঝিলশেষ ট্রেন
শুক্রবার সময়সূচি: দুপুর ২:৩০ থেকে শুরু


এসআর