আজ (শনিবার, ১৮ অক্টোবর) এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমি প্রার্থনা করছি এবং আমি আন্তরিকভাবে আশা করি সবাই নিরাপদে আছেন।’
আরও পড়ুন:
আমি ফায়ার সার্ভিস, আর্মড ফোর্সের সাহসী সদস্য এবং অন্যান্য বাহিনীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সকলে আগুন নির্বাপণে দ্রুততা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। যা তাদের জনসেবার প্রতি সত্যিকারের একাগ্রতা ও নিষ্ঠার প্রদর্শন।
এই ঘটনার কারণ নির্ধারণ করতে এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একটি সম্পূর্ণ ও স্বচ্ছ তদন্ত করা জরুরি উল্লেখ করে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ইপিজেড ও মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান অতীব জরুরি।—বাসস





