আজ (রোববার, ১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং ন্যাশনাল এলায়েন্স অব হিউম্যানটেরিয়ান এক্টরস (নাহাব) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, ‘বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমেই করা হয়, সে বিষয়ে বাধ্য বাধকতা রাখার প্রস্তাব করা যেতে পারে।’
পাশাপাশি দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ করতে যেন স্থানীয় এনজিওগুলো পিছিয়ে না যায়, সেজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
এছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এনজিওগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।





