এক বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেয়া হয় ফ্লোটিলা নতুন কোয়ালিয়েশনের কয়েকটি জাহাজ।
আরও পড়ুন:
সেই সঙ্গে আটক করা হয়েছে দেড়শো স্বেচ্ছাসেবীকে। এই নৌবহরের ‘কনসায়েন্স’ নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরাইলেই আছেন তিনি। অধিকারকর্মীরা সবাই সুস্থ আছেন বলে দাবি করেছে তেলআবিব। দ্রুতই তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া হবে বলেও জানানো হয়।





