দুর্গাপূজায় গুজব ঠেকাতে তৎপর র‌্যাবের সাইবার মনিটরিং টিম: আইজিপি শহিদুর

কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান
কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান | ছবি: এখন টিভি
0

দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেনো কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র‌্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, দুষ্কৃতিকারীরা যাতে গুজব রটিয়ে এ ধর্মীয় উৎসবের আমেজ নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

এসময় গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক। একই সঙ্গে দেশের মন্দিরগুলোতে র‌্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র‌্যাব সতর্ক আছে।’

এএইচ