ভারতের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: বাসস
1

ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এমন প্রশ্নে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা মহল চাচ্ছে এ উৎসবটা যেন ধর্মীয় উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখরভাবে হতে না পারে। এ একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এ ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

আরও পড়ুন:

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনাটা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।’ তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়িতে রয়েছেন এবং এ বিষয়টি তদারকি করছেন

খাগড়াছড়ির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করছে। এবং এ হাতিয়ারগুলি অনেক সময় বাইরের দেশ থেকে আসছে।’

ইএ