তিনি বলেন, ‘মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার।’ আরও ভালো আইন এবং এর বাস্তবায়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশের তথ্য অধিকার আইন ভালো হলেও তা বাস্তবায়ন ও প্রয়োগের দিক থেকে পিছিয়ে।’
সরকারি তথ্যের মালিকানা জনগণে, মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তথ্য অধিকার আইনে কিছু দুর্বলতা আছে। যা সংস্কারের প্রয়োজন।’
একইসঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তথ্য কমিশনের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান ড. ইফতেখারুজ্জামান।





