মাইলস্টোন ট্র্যাজেডি: জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে বেঁচে ফিরলেন রোহান

বেঁচে ফেরা শিক্ষার্থী রবিউল হোসাইন নাবিল রোহান | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় আহত রবিউল হোসাইন নাবিল (রোহান) নামে এক শিক্ষাথী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ শিক্ষার্থীর শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা রোহানকে বাড়ি নিয়ে যান। এসময় তার পরিবারের সদস্যরা দোয়া চান দেশবাসীর কাছে।

আহত শিক্ষার্থী রোহান বলেন, ‘আগুনে পুড়ে দীর্ঘ পথ হাঁটতে থাকি। আশপাশের মানুষের সাহায্য চাই, কেউ-ই এগিয়ে না এসে ভিডিও করছিলেন। অনেক পথ যাওয়ার পর একটা রিকশা নিয়ে একাই হাসপাতালে যাই।’

আরও পড়ুন:

ন্যাশনাল ইনস্টিটিউট অব নার্স অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ রোগীর মধ্যে আজ হাসপাতাল ছাড়ছেন ৪০ শতাংশ আগুনে পুড়ে আহত শিক্ষার্থী রোহান। ভর্তি রোগীদের মধ্যে ৮ জন রোগী ২ সপ্তাহের মধ্যে বাড়ি যেতে পারবেন। বাকি ২ জন মেয়ে শিশু এখনও কিছুটা সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।’

এসএইচ