আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণা পত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগে সকল দ্যোদুল্যমানতা কেটে যাবে। এ ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। সেই সঙ্গে এ ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোন অনিশ্চয়তা থাকবে না।’
এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানা শিরোধার্য। পাশাপাশি আগামীর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও বিশ্বের মধ্যে প্রশংসিত হবে।’
সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষর হবে বলেও প্রত্যাশা করেন তিনি।





