সমর্থকদের সংহতি জানিয়ে কাকরাইলে ইশরাক

বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন
বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন | ছবি: এখন টিভি
0

কাকরাইলে আন্দোলনকারী সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনকারী সমর্থকদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে অবস্থান নেয়ার ঘোষণা নিজেই দিয়েছিলেন তিনি। তার সমর্থকদের দাবি একটাই, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন দলীয় নেতাকর্মীরা। আজ (বুধবার, ২১ মে) সকালে নগর ভবনে না গিয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল।

সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকে রাস্তা বন্ধ করে দেয়া হয়।

বিকেল ৪টায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে বৃষ্টি বাধ সাধলেও আন্দোলন থেমে নেই। এরই মাঝে ইশরাকের সমর্থকরা দিতে থাকেন স্লোগান।

এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন ইশরাক হোসেন। পোস্টে তিনি আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে রাজপথে নামার ঘোষণা দেন।

ইশরাক লেখেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যতদিন প্রয়োজন রাজপথেসহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’

ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পরপরই তিনি সমর্থকদের মাঝে হাজির হোন।

এনএইচ