ছয় দিন পেরিয়ে গেলেও সাম্য হত্যার দৃশ্যমান বিচার ও অপরাধী শনাক্ত হয়নি। প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস। আজ (সোমবার, ১৯ মে) সন্ধ্যায় সাম্য হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল শেষে তিনি এ কথা বলেন।
গণেশ চন্দ্র সাহস, ‘এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। প্রকৃত হত্যাকারীদের সাথে যারা ভিন্ন খাতে নিতে চায় তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।
এর আগে ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করে ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন, আইইআর বিভাগের সামনে হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়।