এর আগে রোববার রাত ৮টার দিকে বস্তিতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক কর্মকর্তা।
তিনি জানান, মিরপুর-১৩ এর শ্যামল পল্লী বস্তিতে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার তথ্য জানা যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর আরো দুটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যুক্ত হয়। সবগুলো ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।