টানা চতুর্থ দিনের মতো চলছে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি

এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি
এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি | ছবি: সংগৃহীত
0

টানা চতুর্থ দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কলম বিরতি। এনবিআর দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ (রোববার, ১৮ মে) চতুর্থ দিন সকাল থেকে কলম বিরতি পালন শুরু করেন তারা। সকাল থেকে এনবিআরের কর্মকর্তারা অফিসে প্রবেশের পর তারা প্রতিবাদী কর্মসূচি কলম বিরতি শুরু করেন। সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে তারা একমত পোষণ করেন।

আরো পড়ুন:

কিন্তু সংস্কারের নামে পুরো রাজস্ব ব্যবস্থা আমলাতান্ত্রিক ব্যবস্থায় চলুক এটা তারা চান না। কর্মকর্তারা চায় সত্যিকারের সংস্কার। রাজস্ব বোর্ডকে ভেঙে সরকারের মন্ত্রণালয়ের দুটি খণ্ডিত অংশ রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হওয়ার ক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত ছিল বলেও জানান তারা।

সেজু