ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা | ছবি: সংগৃহীত
0

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। তবে হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার, ৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহতের কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়।

এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সটির চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং আরোহীদের চাপা দেয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সেজু