দীর্ঘ চার মাস পর ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। তবে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নয়। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিয়মিত ফ্লাইটেই আসছেন বিএনপি চেয়ারপারসন।
৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করবে। ৫ই মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং।
এবার সফরসঙ্গী আটজন। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ছাড়াও এবার সফরসঙ্গী বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও। ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান।
তার জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন। জানা গেছে, ধানমন্ডির পৈতৃক নিবাসেই থাকবেন তিনি। ইতোমধ্যে ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে মাহবুব ভবন। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্যও আবেদন জানায় বিএনপি।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হয়েছিল। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গত ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া।





