দেশাত্মবোধক গানের সুরে একযোগে শতাধিক শিল্পী মঞ্চে মাতিয়ে রাখেন। একে একে পরিবেশিত হতে থাকে আলো আমার আলো ওগো, জগৎ জুড়ে উদার সুরে থেকে শুরু করে এসো হে বৈশাখ এসো এসো।
এসময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে উঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে উঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলার আয়োজনসহ দেশিয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকানও ছিল চোখে পড়ার মতো।
এর আগে গতকাল (রোববার, ১৩ এপ্রিল) একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়।
সকালের সূর্যের এই আগমন যেন জানান দেয় নতুন কিছুর। তাইতো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কণ্ঠে নতুন বাংলাদেশের জয়ধ্বনি।