দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা | এখন টিভি
0

সারাদেশের মানুষকে নতুন বাংলা বছর- বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস জানান, বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ।'

তিনি বলেন, 'বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে।'

তিনি আরও বলেন, 'বছরের এ দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মকে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে।'

প্রধান উপদেষ্টা বলেন, 'পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি।'

তিনি বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন নববর্ষ গড়াই হোক এ বছরের নববর্ষের আমাদের অঙ্গীকার।'

এসএস